শিরোনাম
আবারও বিস্ফোরিত হলো শাওমি নোট৫, আহত ৪
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৪
আবারও বিস্ফোরিত হলো  শাওমি নোট৫, আহত ৪
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সম্প্রতি বাংলাদেশে দুটি শাওমি মোবাইল ফোন বিস্ফোরণের পর এবার বিস্ফোরিত হলো ভারতে। ফোনটি ছিল শাওমি নোট৫।


ভারতের হিমাচল প্রদেশের কাসার শাহপুর থানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিজ ঘরে চার্জের সময় শাওমি’র হ্যান্ডসেট বিস্ফোরিত হয় এবং গুরুতর আহত হয় একই পরিবারের ৪ সদস্য।


শুক্রবার সকালে চার্জে লাগানো অবস্থায় শাওমি নোট৫ বিস্ফোরিত হয়। আহত ৪ জনকে শাহপুর থানা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শাওমির সবথেকে বিস্ফোরিত ফোনের তালিকায় রয়েছে শাওমির রেড মি নোট৪ ও শাওমির রেড মি নোট৫।


সম্প্রতি ভারতে এবং চিনসহ বেশ কিছু দেশে বেশ কিছু শাওমি ফোনে আগুন লাগার খবর পাওয়া যায়।


শাওমি রেডমি নোট৪ বঙ্গুরুর একটি দোকানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পুরো ঘটনাটি স্টোরের ভিতরে ব্যবহৃত সিসিটিভিতে ধরা হয়েছে।


টেককেসে একটি রিপোর্ট অনুসারে, বেঙ্গলুর অধিবাসী একজন রেডমি নোট ৪ একটি নতুন সিম ঢোকানোর জন্য একটি স্থানীয় দোকানে নিয়ে যান।


ভারতে উত্তর প্রদেশের নয়েডার বাসিন্দা আজাই রাজ নেগী অভিযোগ করেছেন যে তার শাওমি এমআই ৪আই স্মার্টফোন তার অফিসে টেবিলে রাখা অবস্থায় বিস্ফোরণে হয়।


সম্প্রতি, বাংলাদেশেও দুটি শাওমি স্মার্টফোন বিস্ফোরণের ঘটনা খবর পাওয়া যায়। ফেনীতে শাওমি মোবাইল ফোন বিস্ফোরণ হয়ে স্বপ্নীল মজুমদার (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয় এবং নারায়ণগঞ্জে নিজ গাড়িতে শাওমি মোবাইল ফোনে বিস্ফোরণের ঘটনা ঘটে। সূত্র : ইসকাল


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com