শিরোনাম
আসুসের নতুন গেমিং ল্যাপটপ ভিভোবুক এস৫৩০
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৮, ১২:০৩
আসুসের নতুন গেমিং ল্যাপটপ ভিভোবুক এস৫৩০
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তাইওয়ানের প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান আসুস গ্রাহকদের চাহিদা মেটাতে প্রতিবছরই তাদের সেরা এবং সর্বশেষ ভার্সনের ল্যাপটপ নিয়ে আসে।


কোনোটির ব্যাটারি ব্যাকআপ ভালো, কোনোটির কনফিগারেশন শক্তিশালী আবার কোনোটির ডিসপ্লে বড় বা ছোট। এসব বিষয়গুলো মাথায় রেখে গ্রাহকরা অনেক সময় ল্যাপটপ কিনতে গিয়ে সাধ ও সাধ্যের সমন্বয় করতে পারেন না।


গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্য আর চাহিদার কথা মাথায় রেখে নতুন একটি ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে আসুস। মডেল ভিবোবুক এস৫৩০।


ল্যাপটপটির ওজন ১.৮ কেজি। আকারে ছোট হওয়ায় এটি সহজেই ব্যাক-প্যাক কিংবা পাউচে এঁটে যায়।


অন্যান্য সকল কাজের পাশাপাশি শখের গেমিংও করতে পারবেন আসুস ভিভোবুক এস৫৩০ মডেল দিয়ে।


এই ল্যাপটপে তরুণদের কথা মাথায় রেখে নতুন নকশা করেছে প্রতিষ্ঠানটি। আসুস ভিভোবুক এস ৫৩০-এ রয়েছে আর্গোলিফট হিঞ্জ নকশা।


এতে নোটবুকটি খুললে পেছনের দিকটায় খানিকটা ওপরে উঠে এসে এর কি–বোর্ডটিতে ৩.৫ ডিগ্রি বাঁক সৃষ্টি করে। যার ফলে এতে ডেস্কটপ কম্পিউটারের মতো টাইপিং অভিজ্ঞতা পাওয়া যায়।


এক নজরে আসুস ভিভোবুক এস৫৩০




আসুস ভিভোবুক এস৫৩০-তে থাকছে তিনদিকের ন্যানো এজ ডিসপ্লে। রেজুলেশন ১০৮০×২২৮০ পিক্সেল ডিসপ্লে যার ১৬:৯ % জুড়েই থাকছে স্ক্রিন।


ল্যাপটপটি ফাস্ট চার্জ সমর্থিত যা ৪৯ মিনিটে ৬০ শতাংশ চার্জ করতে সক্ষম। উচ্চক্ষমতা সম্পন্ন ব্যাটারি নিয়ে আসুস ভিভোবুক এস সিরিজ দিচ্ছে সারাদিনের ব্যাটারি লাইফ।


উন্নত নিরাপত্তা নিশ্চিত করতে এতে থাকছে জেনুইন উইন্ডোজ ১০ এবং বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট সেন্সর যা উইন্ডোজ হ্যালো নিরাপত্তা সমর্থন করে।


আসুস ভিভোবুক এস৫৩০ তে থাকছে ইন্টেল’র অষ্টম প্রজন্মের শক্তিশালী প্রসেসরসহ ২৪০০বাস স্পিডের ৮ গিগা ডিডিআর ৪ র‍্যাম,২ গিগার এনভিডিয়া জি-ফোর্স এর এমএক্স ১৩০/ এমএক্স ১৫০ গ্রাফিকস, ১ টেরাবাইট হার্ডডিস্ক।


গেটফোর্স এমএক্স ১৫০ বাজারে সেরা শক্তি দক্ষ চিপগুলির মধ্যে একটি হিসাবে ধরা হয়। আপনি সহজেই উচ্চ রেজোলিউশন গেম বেশ ভালোভাবে উপভোগ করতে পারবেন। তাছাড়া, আসুস ভিভোবুক এস৫৩০ তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে ব্যবহার করা হয়েছে বাজারে সবথেকে সেরা হাউজিং এমএক্স১৫০ বোর্ড।


আসুস ভিভোবুক এস৫৩০ ল্যাপটপটিতে ইউএসবি টাইপ-সি টিম পোর্ট রয়েছে। ইউএসবি ৩.১ জেনারেল টাইপ-এ এবং ইউএসবি ২.০ পোর্ট, মাইক্রোএসডি কার্ড রিডার এবং এইচডিএমআই আউটপুট রয়েছে।


ফার্মামেন্ট গ্রিন, স্টার গ্রে, সিলভার ব্লু, গান মেটাল ও আই-সাইকেল গোল্ড রঙে পাওয়া যাবে।


ল্যাপটপের দাম ৪৭ হাজার টাকা থেকে শুরু।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com