শিরোনাম
দেশে ভিডিও আউটস্ট্রিম নেটওয়ার্ক চালু করলো অ্যাডল
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৩
দেশে ভিডিও আউটস্ট্রিম নেটওয়ার্ক চালু করলো অ্যাডল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ভিত্তিক ভিডিও আউটস্ট্রিম নেটওয়ার্ক চালু করলো অ্যাডল কমিউনিকেশন ইনকর্পোরেশন (http://adoole.com/)।


যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি সোমবার বাংলাদেশে নতুন এই সেবাটি চালু করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।


অ্যাডল কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রদ্যুত বরণ চৌধুরী বলেন, ‌‘বাংলাদেশে অনলাইন পাবলিশারদের জন্য নতুন একটি দ্বার উন্মোচন হলো।’


বিশ্বের বড় বড় বিজ্ঞাপন প্রতিষ্ঠানগুলো এখন ভিডিও বিজ্ঞাপনের দিকে মনোযোগ দিচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে এখন বাংলাদেশে বসেই নিজের ওয়েবসাইটে ভিডিও বিজ্ঞাপন বসানো যাবে।


অন্যান্য বিজ্ঞাপনের তুলনায় ভিডিও বিজ্ঞাপনে সিপিএম (আয়) বেশি, অ্যানগেজমেন্ট বেশি এবং পাঠকের কাছে ভিডিও বিজ্ঞাপনের গ্রহণযোগ্যতাও বেশি।


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যাডল অনলাইন বিজ্ঞাপন অপটিমাইজেশন নিয়ে কাজ করে। এর মধ্যে উল্লেখযোগ্য অ্যাড মনিটাইজেশন, ভিডিও অ্যাড মনিটাইজেশন, ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল, এআই টেকনলিজির সঙ্গে হেডার বিডিং, এডিএক্স, গুগল অ্যাডসেন্স, গুগল ডিএফপির অ্যাড সেটআপ ও অ্যাড অপটিমাইজেশন নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি।


অ্যাডলের সঙ্গের বিশ্বের ১৫০টিরও বেশি বিজ্ঞাপন নেটওয়ার্কের পার্টনারশিপ রয়েছে এবং বর্তমানে তিনটি মহাদেশে ১৮ জন টিম মেম্বার নিয়ে কাজ করছে।


অ্যাডল আগামী ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষায় কন্টেন্টেন্ট ভিত্তিক নেটিভ অ্যাডের প্ল্যটফর্ম চালু করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com