শিরোনাম
নতুন বছরে মাইক্রোসফট আনছে দুটি চমক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৩:১০
নতুন বছরে মাইক্রোসফট আনছে দুটি চমক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নতুন বছরে উইন্ডোজ ১০ ও এক্সবক্স ওয়ান-এর জন্য ওয়েবক্যাম আনার পরিকল্পনা করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।


এর মধ্যে একটিতে থাকবে উইন্ডোজ হ্যালো ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি। যা যে কোনও উইন্ডোজ ১০ পিসিতে কাজ করবে।


অন্য ক্যামেরাটি মাইক্রোসফটের গেমিং কনসোল এক্সবক্স ওয়ানের সঙ্গে কাজ করবে বলে জানানো হয়েছে। ক্যামেরার সামনে আসলে অটোমেটিক লগ ইন করাবে এটি। মনে করা হচ্ছে একের অধিক অ্যাকাউন্টে কাজ করবে এই ফিচারটি।


চলতি বছরের অক্টোবরে নতুন ওয়েবক্যাম আনার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন মাইক্রোসফট সারফেইস প্রধান প্যানোস পানায়।


এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‌ ‘সারফেস ব্র্যান্ডের ওয়েবক্যাম আনার চেষ্টা করছে মাইক্রোসফট, সারফেস হাব ২ এর ক্যামেরা দেখুন, খেয়াল করুন এটি একটি ইউএসবি-সি ক্যামেরা এবং ধারণাটি হল আমরা উচ্চ ক্ষমতার ক্যামেরার অভিজ্ঞতা আনতে পারি, আপনি হয়তো ধারণা করতে পারছেন এমনটা হতে যাচ্ছে।’


২০১৯ সালে সারফেইস হাব ২এস আনার পরিকল্পনাও রয়েছে মাইক্রোসফটের। এর জন্য যদি আলাদাভাবে ইউএসবি-সি সারফেইস হাব ২ ক্যামেরা আনা হয়, তবে একই ক্যামেরা যেকোনো উইন্ডোজ ১০ পিসিতে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : দ্য ভার্জ


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com