শিরোনাম
মাইক্রোম্যাক্সের ডুয়াল ক্যামেরাসহ ডিসপ্লে নচ
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৫
মাইক্রোম্যাক্সের  ডুয়াল ক্যামেরাসহ ডিসপ্লে নচ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভারতে পরবর্তী স্মার্টফোনের ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। এছাড়াও থাকছে ডুয়াল ক্যামেরা। কোন চিনের কোম্পানি নয়, এই সব ফিচারসহ আগামী মঙ্গলবার পরবর্তী স্মার্টফোন লঞ্চ করছে ভারতের মাইক্রোম্যাক্স।


ইতোমধ্যেই গ্যাজেটস৩৬০ এর অফিসে মাইক্রোম্যাক্স লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র পৌঁছেছে।


এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নতুন এই স্মার্টফোনের টিজার পোস্ট করেছে মাইক্রোম্যাক্স।


ওই টিজারে দেখা গেছে, পরবর্তী মাইক্রোম্যাক্স ফোনের ডিসপ্লের উপরে থাকছে নচ। আর ফোনের পেছনে থাকছে ডুয়াল ক্যামেরা।


সম্প্রতি ভারতে মাইক্রোম্যাক্স এর অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি ছবি টুইট করা হয়েছে। সেই ছবিতে নতুন মাইক্রোম্যাক্স ফোনের ডিসপ্লের উপরে কালো নচ দেখা গেছে।


সম্প্রতি এই ধরনের ডিসপ্লে ব্যবহার করে বাজারে জনপ্রিয়তা পেয়েছে অপো ও ভিভোর মতো চিনের স্মার্টফোন কোম্পানিগুলি।


নতুন মাইক্রোম্যাক্স ফোনের ডিসপ্লে নচের মধ্যেই থাকবে সেলফি ক্যামেরা আর ফ্রন্ট এলইডি ফ্ল্যাশ। তবে একটি না, ছবি দেখে মনে হচ্ছে নতুন মাইক্রোম্যাক্স ফোন থাকতে পারে ডুয়াল সেলফি ক্যামেরা।


ফোনের পেছনে ডুয়াল ক্যামেরা সেট আপ। এর সাথেই এলইডি ফ্ল্যাশ দেখা গেছে। টিজারে জানানো হয়েছে, এই ফোনের ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকছে।


কয়েক বছর আগেও ভারতে জনপ্রিয়তার শীর্ষে ছিল মাইক্রোম্যাক্স। সাম্প্রতিক ইতিহাসে চিনের স্মার্টফোন কোম্পানিগুলির জনপ্রিয়তার পরে প্রাসঙ্গিকতা হারাতে শুরু করেছিল এই ভারতীয় ব্র্যান্ড।


আগামী মঙ্গলবার নতুন স্মার্টফোন লঞ্চের হাত ধরেই ঘুড়ে দাঁড়াতে চাইছে কোম্পানিটি। সূত্র: গ্যাজেটসএনডিটিভি


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com