শিরোনাম
তিন মাসেই ৭ লাখ ইউনিট বিক্রি পোকো এফ১
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৬
তিন মাসেই ৭ লাখ ইউনিট বিক্রি পোকো এফ১
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কিছু দিন আগেই চায়না স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান শাওমি ভারতের বাজারে নিয়ে এসেছে নতুন বাজেট ফ্ল্যাগশিপ পোকো এফ১ ফোন।


অত্যন্ত সাশ্রয়ী দামে ফ্ল্যাগশিপ প্রসেসর সমৃদ্ধ ফোনটি বাজারে বেশ সাড়া ফেলে। বিক্রি শুরু তিন মাসের ৭ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে শাওমি।


শাওমির দাবি, পোকোফোন এফ১ গ্রাহকদের স্মার্টফোন ব্যবহারে উন্নত অভিজ্ঞতা দেবে। সাশ্রয়ী দামের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সুবিধা দেবে পোকো এফ১।


এতে ফ্ল্যাগশিপ চিপসেট কোয়ালকম স্নাপড্রাগন ৮৪৫, লিকুইডকুল প্রযুক্তির কুলিং সিস্টেম ও ৪ হাজার এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।


ফোনটির সামনে রয়েছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা। ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম ও ৬.১৮ ইঞ্চি ডিসপ্লে সংস্করণটির দাম হবে ২৯ হাজার ৯৯৯ টাকা। সূত্র : এনডিটিভি


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com