শিরোনাম
অনলাইন প্রচারণা বিষয়ে কর্মশালা
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৮, ১৫:২৩
অনলাইন প্রচারণা বিষয়ে কর্মশালা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

‘নির্বাচনে অনলাইন প্রচারণা : চাহিদা ও সম্ভাবনা’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা হয়ে গেলো ঢাকার উত্তরায় থিমেটিক বিডিতে।


কর্মশালাতে উপস্থিতিদের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় আলোচকরা বলেন, ‘বর্তমানে রাজপথে গালি বন্ধ রেখে মানুষকে কষ্ট দিয়ে রাজনৈতিক কর্মসূচি কিংবা প্রচার প্রচারণ খুব বেশি কাযকরী পন্থা না। আধুনিক বিশ্বের সাথে তালমিলিয়ে রাজনৈতিক প্রচার প্রচারণাতেও ডিজিটাল পদ্ধতির ছোঁয়া লাগা শুরু করেছে। সোশ্যাল মিডিয়া, ইউটিউব কিংবা ব্লগের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের বক্তব্যকে খুব দ্রত এবং খুব কম খরচে পৌঁছিয়ে দেয়া যায়, যা ঘরে বসেই সকল ভোটারের কাছে দৃষ্টিগোচর হয়।’


আলোচকগণ আরো বলেন, ‘ডিজিটাল পদ্ধতিতে এ প্রচারণা কাযক্রমে এ বিষয়ে অভিজ্ঞ তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তাই এ বিষয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধির ব্যপারে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়।’


থিমাটিকবিডির ফাউন্ডার হোসাইন আল মামুনের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো নারী উন্নয়নের নির্বাহী পরিচালক খাদিজা আক্তার, ইনফরমেশন টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান হাবিবুর রহমান, এনসিউর গ্রপের ম্যানেজিং ডিরেক্টর মোঃ শরিফ উদ্দিন, লার্নিং এন্ড আর্নিং প্রজেক্ট কুমিল্লার কো-অর্ডিনেটর লিম্পন খান, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট মাসুম বিল্লাহ, এয়ন ফ্যাশন এর ম্যানেজিং ডিরেক্টর মঞ্জরুল হক আরিফ।


থিমাটিকবিডির ফাউন্ডার বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ তৈরির লক্ষ্য নিয়ে উত্তরাতে থিমেটিক বিডির কার্যালয়ে প্রতি শুক্রবার সকল শ্রেণির মানুষদের জন্য বিভিন্ন বিষয়ে সাপ্তাহিক সেমিনার কিংবা আলোচনাসভা অনুষ্ঠিত হয়ে আসছে। যে কারও এসব অনুষ্ঠানগুলোতে বিনামূল্যে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com