শিরোনাম
হিরোর নতুন স্কুটার ডেসটিনি ১২৫
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৮, ১০:৩৭
হিরোর নতুন স্কুটার ডেসটিনি ১২৫
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভারতের জনপ্রিয় মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিরো বাজারে নিয়ে এলো ১২৫ সিসির নতুন একটা স্কুটার। মডেল হিরো ডেসটিনি ১২৫।


সম্প্রতি ভারতের বাজারে স্কুটারটি আনুষ্ঠানিকভাবে ছেড়েছে প্রতিষ্ঠানটি।


নতুন স্কুটারটি এক লিটার পেট্রলে ৫১ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে বলে দাবি করছে হিরো।


হিরো ডেসটিনি ১২৫ দেখতে অনেকটা ১১০ সিসির হিরো ডুয়েটের মতই। ১২৫ সিসির ডেসটিনি স্কুটারে ডুয়েট স্কুটারের সাসপেনশন ও ব্রেক ব্যবহার করা হয়েছে।


স্কুটারটিতে রয়েছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, পাস সুইচ, বাইরে থেকে তেল ভরার সুবিধা ইত্যাদি।


স্কুটারে আরও রয়েছে ১২৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে ৮.৭ বিএইচপি শক্তি এবং ১০.২নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। অধিক মাইলেজের জন্য এই ইঞ্জিনকে বিশেষভাবে টিউন করা হয়েছে।


ভারতে এলএক্স এবং ভিএক্স এই দুই ভার্সনে স্কুটারটি পাওয়া যাবে। এলএক্স ভার্সনের দাম পড়বে ৫৪ হাজার ৬৫০ রুপি এবং ভিএক্স ভার্সনের দাম ৫৭ হাজার ৫০০ রুপি।


আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে নতুন এই স্কুটার ডেলিভারি শুরু হবে। সূত্র : অটোএনডিটিভি ও ইন্ডিয়ানমোটরসাইকেল


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com