শিরোনাম
ই-লার্নিং কোর্স ডিজাইনকে আকর্ষণীয় করার উপায়
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৮, ১৭:৪৭
ই-লার্নিং কোর্স ডিজাইনকে  আকর্ষণীয় করার উপায়
নাজমুন নাহার নূপুর
প্রিন্ট অ-অ+

নজরকাড়া ও আকর্ষণীয় বস্তুর প্রতি প্রত্যেকজন মানুষের একটা আলাদা ভালোলাগা কাজ করে। যে ওয়েবসাইট দেখতে সুন্দর হয় এবং কন্টেন্টগুলো সহজ ও বোধগম্যযোগ্য হয় মানুষ সে ওয়েবসাইটগুলো সহজেই ভিজিট করে।


সেই হিসেবে ই-লার্নিং প্লা্টফর্মকে সুন্দর এবং আকর্ষণীয় করার মাধ্যমে শিক্ষাদান প্রক্রিয়াকে সহজ করা যায়। আজকে আমি ই-লার্নিং পদ্ধতি ও ই-লার্নিং কোর্স ডিজাইনকে আকর্ষণীয় করার কয়েকটি উপায় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।


গ্রাফিক্স ডিজাইনের ব্যবহার


গ্রাফিক্স ডিজাইন ব্যবহারের মাধ্যমে কন্টেন্টকে আকর্ষণীয় করা যেতে পারে। এর জন্য কাস্টম গ্রাফিক্স ডিজাইন বা গ্রাফিক্স কোর্স করার প্রয়োজন নেই। বেসিক ডিজাইন দিয়ে শুর করা যেতে পারে যাতে ফ্রন্টগুলো সুন্দর দেখায় এবং রঙের আকৃতিগুলো সুন্দরভাবে ফুটে উঠে। লে –আউট সুন্দর হয় ও পর্দায় লেখা বা জিনিসগুলো সহজেই আকর্ষিত করা যায়।


ইউজার ইন্টারফেস ডিজাইন


ই-লার্নিং কোর্স ডিজাইন করার সময় অবশ্যই ইউজার বা ব্যবহারকারীর দৃষ্টিভঙ্গি সম্পর্কে খেয়াল রাখতে হবে। শেখার বিষয়বস্তু উন্নয়নের পাশাপাশি কোর্সটি কার্যকরী এবং ইন্টারেক্টিভ করার মাধ্যমে ই-লার্নিং পদ্ধতিকে বিকাশ করার জন্য অন্যান্য উপাদানগুলি সম্পর্কেও ভাবা প্রয়োজন।


ভিজুয়াল কমিউনিকেশন


গ্রাফিক্স ডিজাইন ই-লার্নিং কোর্সের ফন্ট, রঙ, চিত্র, গ্রাফিক্স, লেআউট এবং প্রভাবগুলি একত্রিত করে নকশা তৈরি করতে একসাথে কাজ করে। অন্যদিকে, ভিজ্যুয়াল কমিউনিকেশনগুলি পর্দায় দৃশ্যমানভাবে ধারনা, প্রসেস বা পদ্ধতির সাথে যোগাযোগ ব্যবস্থা সমন্বয় করে।


ই-লার্নিংয়ে ভিজুয়াল কমিউনিকেশন একটি অন্যতম হাতিয়ার। কোন ধারণার প্রতিনিধিত্ব করার জন্য চিত্রগুলির একটি আইডিয়া নির্বাচন করা, কোনও প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য অ্যানিমেশনের মাধ্যমে সিরিজ তৈরি করা, বা বিভিন্ন ধারণাগুলির মধ্যে সম্পর্ক দেখানোর জন্য একটি ভিডিওচিত্র ডিজাইন করা, সমস্ত কিছুই দৃশ্যমান যোগাযোগ বা ভিজুয়াল লার্নিংয়ের অন্তর্ভুক্ত।


ইন্সট্রাকশনাল ডিজাইন বা নির্দেশনামূলক নকশা


ই-লার্নিং কোর্সগুলো ডিজাইন করার সময় শিক্ষার্থীদের প্রতি কিছু নির্দেশনা ও দেওয়া থাকবে। এতে দুই পক্ষের মধ্যেই কোন বিষয় শেয়ার করা সহজ হবে। কোন টপিক সহজেই বের করার জন্য সার্চ বক্স, সহজেই টপ পোস্ট বা আপডেট পোস্ট বের করার নির্দেশনা দেওয়া যেতে পারে। এছাড়াও কোন সমস্যা বা প্রশ্ন জানার জন্য যোগাযোগের পদ্ধতি দেওয়া থাকতে পারে।


উল্লিখিত বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে ই-লার্নিং কোর্স ডিজাইন করলে এর আকর্ষণীয়তা বৃদ্ধি পাবে এবং পাঠক সহজেই আকৃষ্ট হবে।


লেখক : কন্টেন্ট রাইটার, ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ গ্রুপ


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com