শিরোনাম
ডাটাবেজ ডেভেলপার হতে যেসব দক্ষতা থাকা জরুরি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৮, ১৬:১২
ডাটাবেজ ডেভেলপার হতে যেসব দক্ষতা থাকা জরুরি
সালমা অাক্তার
প্রিন্ট অ-অ+

সাধারণত ডেভেলপার (developer) শব্দটি শুনলেই মনে হয় যিনি ওয়েবসাইটের উন্নয়ন কাজ করে থাকেন।


যে ব্যক্তি ডাটাবেজের সফটওয়্যার তৈরি এবং যিনি ডাটাবেজের ওয়েবসাইট তৈরি এর ম্যানেজমেন্টের কাজ করেন তাকেই বলা হয় ডাটাবেজ ডেভেলাপার।


ডাটাবেস সিস্টেমকে কিভাবে ডিজাইন করতে হবে এবং কিভাবে ডাটাকে এডিট করবে বা ম্যানেজ করবে তা একজন ডেভেলপার করে থাকেন। অার ডাটাবেস ডেভেলপারের একটি টিম থাকতে হবে।


অাজকের পর্বে আমি তুলে ধরার চেষ্টা করবো ডাটাবেজ ডেভেলপার (Database developer) হতে চাইলে কী কী দক্ষতা থাকতে হবে।


ডাটাবেজ ডেভেলপার হতে হলে যেসব দক্ষতা থাকতে হবে
প্রথমে একজন ডেভেলপারকে
★.Introduction to Oracle 11g:SQL.
★Oracle 11g:Program with Pl/sql.
★Oracle Forms Developer :Build internet Application. এর সম্পর্কে জানতে এবং অভিজ্ঞতা থাকতে হবে।


★ডাটা মডেল, ডাটাবেজ ডিজাইন সম্পর্কেও জানতে হবে।


★ ডেভেলপারকে ডাটাবেজের অনেক স্ট্রাকচার মনে রাখতে হয়।


★সাধারণত অামরা ডাটাবেজের কাজগুলো Exel, Exess দিয়েও করতে পারি। তাহলে কেন ডাটাবেস ওরাকেল এতো কষ্ট করে শিখতে হয়।


অাসলে অনেক জটিল সমস্যাগুলো সমাধান করতে হলে ডাটাবেজের অ্যাপলিকেশন জানতে হবে।


★যদি একসাথে একের অধিক DBMS সম্পর্কে ধারণা থাকে তাহলে চাকরি পেতে অনেকটাই সহজ হয়ে যায়।


★অপারেটিং সিস্টেমের ক্রিপ্ট (Script) এবং অ্যাডমিনেস্ট্রেশন (Administration) সম্পর্কে দক্ষতা থাকতে হবে।


এবার নিশ্চয় প্রশ্ন অাসতে পারে কেমন শিক্ষাগত যোগ্যতা লাগবে ।


★যেকোন ভার্সিটি থেকেই হোক কম্পিউটার সায়েন্সএর উপর একটি সার্টিফিকেট লাগবে। বা চারবছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এর উপর সার্টিফিকেট। তবে সে ক্ষেত্রেবেশির ভাগ ডাটাবেসের টপ লেভেলে চাকরি পাওয়াটা একটু জটিল হয়। আর ভালো দক্ষতা সম্পূর্ণ হলে সহজ হয়।


অামরা গ্রুপে বা গ্রুপের বাইরে যে যেকোন বিষয় নিয়ে অাইটিতে ক্যারিয়ার গড়তে চাই। প্রথমে জানবো এর কাজ কি ক্যারিয়ার হিসেবে কেমন হবে। কি কি যোগ্যতা থাকতে হবে। মূল কথা হলো লক্ষ স্থির করতে হবে। জানতে হবে বুঝতে হবে তারই একটি ক্ষুদ্র চেষ্টা করলাম এ পোস্টটির মাধ্যমে।



লেখক : কন্টেন্ট রাইটার, ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ গ্রুপ


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com