শিরোনাম
আইয়ুব বাচ্চুর মৃত্যুতে মোস্তাফা জব্বারের শোক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৮, ১৭:৪৪
আইয়ুব বাচ্চুর মৃত্যুতে মোস্তাফা জব্বারের শোক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও এলআরবি ব্যান্ডের প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।


মন্ত্রী বৃহস্পতিবার এক শোক বার্তায় বলেন, বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত জগতে আইয়ুব বাচ্চু ছিলেন এক কিংবদন্তি। জনপ্রিয় ব্যান্ড এলআরবি দল নেতা ও লিড গিটারিস্ট হিসেবে সঙ্গীত ভুবনে তার অবদান চির অম্লান হয়ে থাকবে যুগ-যুগ–মহাকাল। আইয়ুব বাচ্চুর গাওয়া ‘রূপালি গিটার’, ‘রাত জাগা পাখি হয়ে’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘এখন অনেক রাত’, ‘এ আকাশ তারা’, ‘ফেরারি মন’, ‘ কবিতা সুখ ওড়াও’ গানগুলো তার অস্তিত্বকে জাগরূক করে রাখবে সঙ্গীত পিয়াসীদের হৃদ রাজ্যে। তার মৃত্যুতে সঙ্গীত জগতের যে ক্ষতি হয়েছে, তা পুরণ হবার নয়।


তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারেরসদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com