শিরোনাম
ডিআইইউ’তে ই-কমার্স নিয়ে সেমিনার
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৭
ডিআইইউ’তে ই-কমার্স নিয়ে সেমিনার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির আয়োজনে রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) শুক্রবার ‘বি দ্য লায়ন ইন ডিজিটাইজড ওয়ার্ল্ড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


সেমিনারের উদ্বোধন করেন ড্যাফোডিল গ্রুপের সিইও মোহাম্মদ নুরুজ্জামান।


এতে কমিউনিকেশন ফর ই-কমার্স শীর্ষক আলোচনা করেন ড্যাফোডিল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ বিভাগের প্রধান শিবলী শাহরিয়ার।


সেমিনারে ই–কমার্স প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনায় অংশ নেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরার সাবেক লেকচারার ও আই ভেঞ্চার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দস্তগীর শেখ।


বাংলাদেশে ই-কমার্স বিজনেসের ৪২টি সমস্যা ও সমাধান সেই সঙ্গে ডেলিভারি, ব্র্যান্ডিং নিয়ে কথা বলেন ড্যাফোডিল ফ্যামিলির ডলফিন ডিজিটালের ডিরেক্টর ও ই ক্যাব স্ট্যান্ডিং কমিটির সদস্য মনোয়ারুল ইসলাম রিবেল।


ডিজিটাল মার্কেটিং ও গ্রোথ হ্যাকিং নিয়ে কথা বলেন ডলফিন ডিজিটালের তানভীর রেজওয়ান।


সেমিনারে আরো বক্তব্য রাখেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ফিন্যান্স ডিরেক্টর আবদুল হক অনু, ই-ক্যাব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সাইদ রহমান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন ছোটন।


দ্বিতীয় সেশনে বক্তব্য রাখেন ই-ক্যাবের ডিরেক্টর কর্পোরেট অ্যাফেয়ার্স ও এএসএল ওয়্যারলেসের সিওও আশীষ চক্রবর্তী।


সেমিনারে অংশগ্রহণকারী ২০০ জনকে সার্টিফিকেট দেয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ।


বিবার্তা/উজ্জ্বল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com