শিরোনাম
টেলিনর ইয়ুথ ফোরামের ৭ ফাইনালিস্টের নাম ঘোষণা
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৯
টেলিনর ইয়ুথ ফোরামের ৭ ফাইনালিস্টের নাম ঘোষণা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গ্রামীণফোন টেলিনর ইয়ুথ ফোরাম ২০১৮- এর গ্র্যান্ড ফিনালের জন্য ৭ জন প্রতিযোগীর নাম ঘোষণা করেছে।


১ হাজার ৪০০-এর বেশি আবেদন পত্র বাছাই করে পাওয়া ৬০ জন আবেদনকারী গত ৪ ও ৫ সেপ্টেম্বর জিপিহাউজে গ্র্যান্ড ফিনালের সাতটি স্থানের জন্য নিজেদের ধারণা উপস্থাপন করেন।


ফাইনালিস্টরা হচ্ছেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তাসনীম ওমর আভা, আইবিএ- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামিন আলম ও সৈয়দ সামিন শাহরিয়ার, বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালসের তারেক মুসান্না ও মোহাম্মদ নাজিব ইন্তোসার, আইবিএ -জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবিহা সাজু ইবনে আবেদিন এবং আর্মি আইবিএ’র ইফতেখার মাহমুদ।


গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী দুই জন এ বছরের ডিসেম্বরে নোবেল শান্তি পুরস্কার প্রদানের সময় নরওয়ের রাজধানী অসলো ভ্রমণ করবেন।


প্রতি বছর নোবেল পিস সেন্টারের সহযোগিতায় টেলিনর ইয়ুথ ফোরাম আয়োজিত হয়। এ উদ্যোগের এ বছরের প্রতিপাদ্য হচ্ছে ‘ব্রাইট মাইন্ডস রিডিউসিং ইনইকুয়ালিটিস’।


বিবার্তা/উজ্জ্বল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com