শিরোনাম
তথ্যপ্রযুক্তি খাত থেকে সিআইপি হলেন শামীম আহসান
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৪
তথ্যপ্রযুক্তি খাত থেকে সিআইপি হলেন শামীম আহসান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের তথ্যপ্রযুক্তি খাত থেকে সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) নির্বাচিত হয়েছেন ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) পরিচালক শামীম আহসান।


রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আনুষ্ঠানিকভাবে তার হাতে সিআইপি কার্ড তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।


শামীম আহসান বলেন, আমি সিআইপি মর্যাদায় সম্মানিত অনুভব করছি এবং এটি আমাকে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে আরো কঠোর পরিশ্রম করতে বড় ধরনের অনুপ্রেরণা দেবে। উদীয়মান দেশ হিসেবে আমরা এখনও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে অবকাঠামো এবং সহায়ক নীতিমালা তৈরিতে কাজ করছি। উচ্চ ইন্টারনেট প্রবৃদ্ধি, বৃহৎ ডিজিটালবান্ধব জনগোষ্ঠী, সরকারের বিভিন্ন তথ্যপ্রযুক্তি উদ্যোগ ও দ্রুত কার্যক্রম দ্বারা বাংলাদেশর দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


শামীম আহসান বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তি। গত এক দশক ধরে তিনি তথ্যপ্রযুক্তি খাতের সকল গুরুত্বপূর্ণ নীতিমালা তৈরি ও বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। শামীম সিলিকন ভ্যালিভিত্তিক ১.৫ বিলিয়ন ফান্ডের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার। সাবেক এই বেসিস সভাপতি বর্তমানে এফবিসিসিআইয়ের পরিচালক, অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালক এবং ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।


বিবার্তা/উজ্জ্বল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com