শিরোনাম
বাজরে নতুন ক্যামেরা আনল নিকন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২০
বাজরে নতুন ক্যামেরা আনল নিকন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রযুক্তির যুগে মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তুলতে সবাই স্বচ্ছন্দবোধ করলেও বড় ক্যামেরার ছবি তুলার মজাটাই ভিন্ন রকম। তাই ছবি তুলতে ডিএসএলআর ক্যামেরার বিকল্প নাই। ওই শ্রেণির ফটোগ্রাফারদের জন্য নতুন একটি এন্ট্রি লেভেলের ক্যামেরা এনেছে ক্যামেরা প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিকন।


দুই বছর আগে নিকন সর্বশেষ এন্ট্রি লেভেলের ডিএসএলআর ক্যামেরা এনেছিল। এটি ছিল ডি৩৪০০ মডেল। জনপ্রিয়তার জন্য এবার এই মডেলের কাছাকাছি আরেকটি মডেল নিয়ে এলো প্রতিষ্ঠানটি। মডেল ডি৩৫০০।


নতুন ক্যামেরায় রয়েছে এফ-পি ডিএক্স নিক্কর ১৮-৫৫ মিলিমিটার লেন্স। এর অ্যাপারচার এফ/৩.৫-৫.৬ জি। এতে ব্যবহার করা হয়েছে ভিআর কিট লেন্স। আরো রয়েছে ২৪.২ মেগাপিক্সেলের ডিএক্স-ফরম্যাট সেন্সর, ১১ পয়েন্ট অটো ফোকাস সিস্টেম।


ক্যামেরাটির আইএসও রেঞ্জ ১০০-২৫.৬০০। এটি দিয়ে ৬০ এফপিএসে ১০৮০ পিক্সেলের ভিডিও ধারণ করা যাবে।


কানেকটিভিটির জন্য রয়েছে ব্লুটুথ প্রযুক্তি, এর সাহায্যে নিকন স্ন্যাপব্রিজ অ্যাপের মাধ্যমে ছবি আদান-প্রদান করা যাবে। দীর্ঘক্ষণ ছবি তুলার জন্য ক্যামেরায় উন্নত ব্যাটারি ব্যবহার করা হয়েছে।


অত্যাধুনিক এই ডিএসএলআর ক্যামেরার দাম রাখা হয়েছে ৪৯৯ ডলার। সূত্র: দ্যভার্জ


বিবার্তা/উজ্জ্বল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com