শিরোনাম
‘ট্রোনক্স ওয়ান’ ইলেকট্রিক বাইক
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৮, ১১:৪৯
‘ট্রোনক্স ওয়ান’ ইলেকট্রিক বাইক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নতুন স্মার্ট ক্রোসওভার ইলেকট্রিক বাইক বাজারে ছেড়েছে ভারতের অটোমোবাইল কোম্পানি ‘ট্রোনক্স মটোর’। ভারতের প্রথম স্মার্ট বাইকটির মডেল ‘ট্রোনক্স ওয়ান’।


কোম্পানির দাবি, এই বাইক এক চার্জে ঘন্টায় ২৫ কিলোমিটার যাবে। শুধু তাই নয় এটি অ্যাপ দিয়ে কন্ট্রোল করা যাবে। একবার চার্জ করলে এই বাইক ৭০ থেকে ৮০ কিমি পর্যন্ত যেতে পারবে।


ট্রোনক্স মটোর জানিয়েছে, এই বাইকে একাধিক রাইড মোডের সাথেই রয়েছে তিনটি ইলেকট্রিক গিয়ারের ভার্চুয়াল গিয়ার অপশন।


এছাড়াও এটিতে আছে তিনটি ইলেকট্রিক গিয়ার্স এবং ছয় গতির শিফটার সাথে একাধিক স্যুট মোড এবং ‘ভার্চুয়াল গিয়ার্স’, যা সাইকেলের পরিসীমা এবং গতিকে সম্প্রসারণ ও সমন্বয় করার জন্য ডিজাইন করা হয়েছে।


বাইকটির ফ্রেম খুবই মজবুতভাবে তৈরি করা হয়েছে, টায়ার খুব মজবুত। ২৬ বাই ২ ইঞ্চির টায়ারে অফ রোডেও চালানো যাবে।


এই বাইকে রয়েছে ১৩.৬ এএইচ লিথিয়াম ৫০০ ডব্লিউ ব্যাটারি যা হাব মোটরকে শক্তিশালী করছে। এর সামনে এবং পিছন ইলেকট্রনিক ব্রেক আছে এবং বাইকটির সামনে সাসপেনশন।


ভারতের বাজারে এই বাইক কেনা যাবে ৪৯ হাজার ৯৯০ রূপিতে। সূত্র : অটোএনডিটিভি


বিবার্তা/উজ্জ্বল/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com