শিরোনাম
রক্তদাতাদের তথ্য সংরক্ষণে তৈরি হচ্ছে ইনফোব্লাড ডট অর্গ
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৮, ১৫:৫২
রক্তদাতাদের তথ্য সংরক্ষণে  তৈরি হচ্ছে ইনফোব্লাড ডট অর্গ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রক্তদাতাদের তথ্য সংরক্ষণের জন্য তৈরি হচ্ছে দেশের সবচেয়ে বড় ডাটাবেজ অনলাইন প্লাটফর্ম ইনফোব্লাড ডট অর্গ। সেবাটি মোবাইল অ্যাপসের মাধ্যমে গ্রহণ করা যাবে।


জানা গেছে, অনলাইন প্লাটফর্মটিতে ৬৪টি জেলার জন্য থাকছে আলাদা করে সার্চ করার ব্যবস্থা। প্রতিটি রক্তদাতার জন্য রয়েছে আলাদা লগিনের সুবিধা। যে কোনো ব্যক্তির রক্ত দেওয়ার সময় হলে স্বয়ংক্রিয়ভাবে রক্তদাতার নিকট মোবাইল ও ই-মেইলে মেসেজ চলে যাবে। সেইসাথে দাতা কবে কোথায় রক্ত দিয়েছেন তার তথ্য আপডেট করতে পারবেন নিজেই। এখানে রক্ত দেয়ার পর রক্তদাতার তথ্য গোপন রাখার ব্যবস্থাও রয়েছে।


রক্তদাতা ছাড়াও রক্তদাতাদের নিয়ে গড়ে উঠা বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান এই সাইটে নিজেদের তথ্য রাখতে পারবেন। এছাড়াও ক্লোজ গ্রুপ ও ওপেন গ্রুপ দুইভাবেই নিজেদের তথ্য হালনাগাদ করতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।


প্রতিষ্ঠানটি জানায়, বাংলা ও ইংরেজি দুই ভাষায় ওয়েবসাইট ও অ্যাপস এর কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যেই প্রায় ২৩ হাজার ব্লাড ডোনার ও ৮ টি প্রতিষ্ঠান এই সাইটে নিজেদের তথ্য হালনাগাদ করেছে। রক্তের প্রয়োজনে যে কেউ ওয়েবসাইটে ব্লাড গ্রুপ, জেলা ও লোকেশন দিয়ে সার্চ করে ডোনারকে রক্তের জন্য অনুরোধ করতে পারবেন। রক্ত গ্রহিতার অনুরোধ সাথে সাথে রক্তদাতার মোবাইলে মেসেজের মাধ্যমে চলে যাওয়ার ব্যবস্থা রয়েছে।


সম্পূর্ণ ভলান্টিয়ার দিয়ে পরিচালিত ইনফোব্লাড ডট অর্গ এর পরিচালক আরিফুল হাসান অপু বিবার্তাকে বলেন, ‘রক্তের প্রয়োজনের সময় আমরা বুঝতে পারি রক্তদাতার তথ্য কত গুরুত্বপূর্ণ, রক্তের অভাবে যেন কেউ আরা মারা না যায় এই লক্ষ্যকে সামনে রেখে ২০১৮ সালের মধ্যে আমরা ১ লক্ষ রক্তদাতাকে আমাদের ডাটাবেজে আনতে চাই। ২০২৮ সালের মধ্যে কমপক্ষে ১ কোটি রক্তদাতার তথ্য আমরা হালনাগাদ করতে চাই।’ এই কাজের জন্য সকল রক্তদাতা ও রক্তদাতাদের নিয়ে কাজ করা সকল সংগঠনের সহযোগিতা চেয়েছেন তিনি।


এ বিষয়ে জানতে যেতে হবে : www.infoblood.org এই ঠিকানায়।


বিবার্তা/উজ্জ্বল/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com