শিরোনাম
ফোরজির জন্য টাকা নেয়া অযৌক্তিক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:৫৪
ফোরজির জন্য টাকা নেয়া অযৌক্তিক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, থ্রিজি থেকে ফোরজি তে যেতে গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়া ঠিক হবে না। এমনটা করা সম্পূর্ণ অযৌক্তিক। মোবাইল অপারেটরদের বলবো আপনারা এমনটা করবেন না।


সোমবার রাতে ঢাকা ক্লাবে ফোরজির লাইসেন্স হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন।


ফোরজি সেবা জনগণের কাছে পোঁছে দেয়ার আহবান জানিয়ে মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোকে তিনি বলেন, এর জন্য গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে টাকা নেয়া অযৌক্তিক। আপনারা চেষ্টা করবেন জনগণ যাতে প্রকৃত সেবা পায়।


সন্ধ্যায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চারটি মোবাইল অপারেটরদের হাতে ফোরজির লাইসেন্স তুলে দেয়। এরপরপরই গ্রামীণফোন, রবি এবং বাংলালিংক দেশে ফোরজি নেটওয়ার্ক চালু করে। ইতিমধ্যে ঢাকা ও চট্টগ্রামে গ্রামীণফোন ফোর জি সেবা দেয়া শুরু করেছে। বাংলালিংকও এ সেবা চালু করেছে।


বিবার্তা/শান্ত/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com