নারীর প্রতি সহিংসতা, ‘হেল্প অ্যাপে’ জানালেই হবে এফআইআর
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ১৫:৩৫
নারীর প্রতি সহিংসতা, ‘হেল্প অ্যাপে’ জানালেই হবে এফআইআর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পত্রিকার পাতা খুললেই চোখে পড়ছে নারীর প্রতি সহিংসতার খবর। হঠাৎ করেই অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া এ পরিস্থিতিতে সহিংসতা রোধে সম্প্রতি পুলিশের হটলাইন সেবার পাশাপাশি শর্টকোড চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন খবর হলো, নারীর প্রতি সহিংসতার কোনো ঘটনা এখন থেকে ‘হেল্প অ্যাপে’ লিপিবদ্ধ হলে তৎক্ষণাৎ সেটি এফআইআর হিসেবে গণ্য হবে।


শনিবার (১৫ মার্চ) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর বরাত দিয়ে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, অ্যাপে নারীর প্রতি সহিংসতার কোনও ঘটনা লিপিবদ্ধ হলে তৎক্ষনাৎ সেটি এফআইআর হিসেবে গণ্য হবে।


এর আগে, নারীর প্রতি সহিংসতা রোধে পুলিশের হটলাইন সেবার পাশাপাশি শর্টকোড চালুর সিদ্ধান্ত নেয় সরকার। পুলিশের ডিজিটাইজেশনে সরকার যে চারটি উদ্যোগ গ্রহণ করেছে, তার মধ্যে এই শর্টকোড চালুর সিদ্ধান্ত অন্যতম।


মঙ্গলবার (১১ মার্চ) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


এতে বলা হয়, প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, বাংলাদেশ পুলিশের সব ধরনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কমান্ড অ্যাপ তৈরির কাজ হাতে নিয়েছে সরকার।


অভিযোগ ব্যবস্থাপনার জন্য ইন্সিডেন্টস ট্র্যাকিং সফটওয়্যার, নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড ও অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি), অনলাইনে কিংবা শর্টকোডের মাধ্যমে মামলা বা এফআইআরসহ বহুবিধ আধুনিকায়নের কাজও শুরু হয়েছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com