ইউটিউবে ‘প্লে সামথিং’ বাটন
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১০:৫৫
ইউটিউবে ‘প্লে সামথিং’ বাটন
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রিন্ট অ-অ+

সম্প্রতি নতুন ফিচার যুক্ত হয়েছে ইউটিউবে। যার নাম ‘প্লে সামথিং’।


বর্তমান সময়ে যাদের হাতে ইন্টারনেট সংযোগ রয়েছে অনলাইন কনটেন্ট তাদের বেশিরভাগ মানুষের জীবনে প্রভাব ফেলছে। অনেক সময় অনলাইনে এত কনটেন্টের ভিড়ে মন মত দেখার কিছু খুঁজে নাও পেতে পারেন। এ সমস্যা সমাধানেই সম্ভত ইউটিউব আনছে নতুন ‘প্লে সামথিং’ বাটন।


এ ভাসমান অ্যাকশন বাটনের ওপর লেখা থাকবে ‘প্লে সামথিং’ এবং এতে রয়েছে একটি ভিডিও ‘প্লে বাটন’। কালো ব্যাকগ্রাউন্ডের ওপর সাদা কালিতে এটি লেখা থাকবে।


বাটনে চাপলে শর্টস প্লেয়ারে যে কোনো একটি ভিডিও চালু হবে। তবে, ফিচারটি কেবল ইউটিউব শর্টসের জন্য নয়। স্ক্রিনের ডানদিকে লাইক, ডিসলাইক, কমেন্ট শেয়ার বাটনসহ ইউটিউবের সাধারণ কনটেন্টও পোর্ট্রেইট ইন্টারফেইসে চালু হবে এ বোতামের মাধ্যমে। পাশাপাশি, স্ক্রিনের নিচে সময়ের বার থেকে ভিডিওর নির্দিষ্ট অংশও দেখা যাবে।


মিনি ভিডিও প্লেয়ারটি চালু হলে ‘প্লে সামথিং’ বাটনটি অদৃশ্য হয়ে যাবে।


বাটনটি ভাসমান হওয়ার বিষয়টি আকর্ষণীয়। পাশাপাশি, বাটনটি এ অ্যাপের মূল কাজ, মানুষকে কনটেন্ট দেখানো শুরু করতে দেয়। এটি নির্দিষ্ট ব্যবহারকারীর কী ধরনের ভিডিও পছন্দ সেটিও বিবেচনা করবে।


গত বছর থেকে ফিচারটির পরীক্ষা করছে ইউটিউব। আর ‘প্লে সামথিং’ বাটন, সম্প্রতিক প্রতিবেদন অনুসারে অ্যান্ড্রয়েডের জন্য ইউটিউব অ্যাপের ১৯.৫০ সংস্করণের জন্য চালু হতে যাচ্ছে বলে জানা যায়।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com