কয়েকটা ছবি তুললেই ফোনে নেই জায়গা, কমছে গতিও, কেন?
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ১৪:৫৫
কয়েকটা ছবি তুললেই ফোনে নেই জায়গা, কমছে গতিও, কেন?
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রিন্ট অ-অ+

কয়েকটা ছবি তুললেই ‘মেমরি ফুল’ হয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের সমস্যা হতে পারে ফোনের ক্যাশে মেমরি ভর্তি হয়ে গেলে। ফোন যত ব্যবহার করা হয়, ফোনের ক্যাশে তত ভর্তি হতে থাকে।


ফোন থেকে অবাঞ্ছিত তথ্য ডিলিট করে দেওয়ার পরেও তা ‘টেম্পোরারি ফাইল‌্‌স’ হিসাবে ক্যাশে মেমরিতে থেকে যায়। দিনের পর দিন সেই তথ্য জমতে থাকলে তা ফোনের গতি শ্লথ করে দেয়। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে মাঝেমধ্যে ফোনের ক্যাশে মেমরি পরিষ্কার করা প্রয়োজন।


ফোনের ক্যাশে মেমরি ক্লিয়ার করলে সত্যিই কি স্পিড বেড়ে যেতে পারে?


১) র‌্যামের পরিমাণের উপর নির্ভর করে ফোনের কার্যক্ষমতা। যে ফোনে র‌্যাম যত বেশি, সেই ফোন তত দ্রুত গতিসম্পন্ন। ফোনের বিভিন্ন অ্যাপ ব্যবহার করার জন্যও র‌্যামের মেমরি নষ্ট হয়। ক্যাশে পরিষ্কার করলে ফোনের র‌্যামও খানিকটা ফাঁকা হয়। ফলে ফোনের স্পিড বেড়ে যায়।


২) ফোনের কোনও অ্যাপ খুলতে যদি সমস্যা হয় বা অ্যাপ খুলতে গিয়ে যদি বার বার ক্র্যাশে করে, তখনও ক্যাশে ক্লিয়ার করা প্রয়োজন।


৩) ফোনের স্টোরেজ স্পেসের জন্যও গতি কমে যায়। মাঝেমধ্যে ফোনের ক্যাশে মেমরি ক্লিয়ার করলে এই ধরনের সমস্যা হয় না।


কীভাবে ফোনের ক্যাশে মেমরি ক্লিয়ার করবেন?


বিভিন্ন সংস্থার ফোনের সেটিংস বিভিন্ন রকম হয়। ফোনের অপারেটিং সিস্টেম বা ‘ওএস’ অ্যান্ড্রয়েড হলেও সফ্‌টওয়্যার আলাদা হয়।


১) প্রথমে ফোনের সেটিংস অপশন ক্লিক করুন।


২) এ বার নির্দিষ্ট যে অ্যাপের ক্যাশে ক্লিয়ার করতে চান, সেই অ্যাপটিকে ক্লিক করুন।


৩) সেখান থেকে অ্যাপের স্টোরেজ অপশনে যান।


৪) এ বার ক্যাশে ক্লিয়ার করে ফেলুন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com