দুর্ঘটনায় জীবন বাঁচাবে রোবট
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১৮:১০
দুর্ঘটনায় জীবন বাঁচাবে রোবট
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে দেশে দেশে বিশেষ করে বিপজ্জনক ও একে ঘেয়ে কাজে শিল্প-রোবটের ব্যবহার ক্রমাগত বাড়ছে। বড় দুর্ঘটনা ঘটলে অনেক সময় সহজে উদ্ধার অভিযান পরিচালনা করা যায় না। কিন্তু দেরি করলে প্রাণহানির আশঙ্কা বেড়ে যায়। ফলে বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজে অংশ নেন উদ্ধারকারীরা।


এ সমস্যা সমাধানে উদ্ধার কাজে অংশ নিতে সক্ষম বেশ কয়েকটি রোবটের দেখা মিলেছে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত অ্যাডভান্সড রোবোটিক ক্যাপাবিলিটিজ ফর হ্যাজারডস এনভায়রনমেন্ট (এআরসিএইচই) প্রদর্শনীতে। সেখানে দেখা যায় ভবন ধসে পড়লে সেখানে উদ্ধারকারীরা সহজে প্রবেশ করতে পারেন না, ‘রোবোয়া’ নামের সাপের আদলে তৈরি রোবটটি সহজেই ধ্বংসস্তূপের ভেতরে প্রবেশ করে ছবি তুলতে পারে, যা দূর থেকে দেখা যায়।


ধ্বংসস্তূপের বাধা এড়িয়ে নিজ থেকে চলাচল করতে পারে ‘অ্যানিমেল’ নামের আরেকটি রোবট। এছাড়া পানির নিচেও উদ্ধার কার্যক্রম চালাতে পারে রোবটটি।


যদিও রোবট প্রযুক্তির দিন দিন উন্নতির ফলে রোবট এখন এমন সব কাজ করতে পারছে আগে যেটা সম্ভব ছিল না। তবু জরুরিকালীন সময়ে সেটি আসলে কতটুকু কাজে দেয় তাই এখন জানার অপেক্ষা।


বিবার্তা/আরমান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com