চলতি সপ্তাহে মেটার হাজার হাজার কর্মী ছাটাইয়ের পরিকল্পনা
প্রকাশ : ০৮ মার্চ ২০২৩, ০৯:২৮
চলতি সপ্তাহে মেটার হাজার হাজার কর্মী ছাটাইয়ের পরিকল্পনা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সোমবার, ৬ মার্চ, ব্লুমবার্গে প্রতিবেদনে বলা হয়, এই সপ্তাহেই নতুন করে হাজার হাজার কর্মীচ্যুত  করা হবে এমনটাই ভাবনা মেটা প্লাটফর্মের।


যদিও  নতুন করে কর্মী  ছাঁটাই আর্থিক লক্ষ্যমাত্রা দ্বারা চালিত হচ্ছে বলে ধারণা করা হয়। 


গত মাসে, ওয়াশিংটন পোস্ট পত্রিকার প্রতিবেদনে বলা হয়, মেটা  পুনর্গঠন এবং ছোট পরিবার করার প্রচেষ্টায় কর্মী কমানোর পরিকল্পনা করছে।


মুখপাত্র অ্যান্ডি স্টোন একাধিক টুইট বার্তায় প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গের বেশ কয়েকটি পূর্ববর্তী বিবৃতি উদ্ধৃত করেছেন, যে আরও কাটছাঁটের পথে রয়েছে এই প্রতিষ্ঠানটির।


ইতিহাসে এই প্রথমবারের মতো, নভেম্বরে মেটার ব্যাপকভাবে কর্মী ছাঁটাই করেছে পরিসংখ্যান বলছে, তারা  ১১,০০০ এরও  বেশি কর্মী ছাটাই করা হয়েছে  গত বছরের যেটি কোম্পানিতেই  প্রথম।


তাছাড়া Google- Alphabet Inc (GOOGL.O) এবং Microsoft Corp (MSFT.O) সহ অন্যান্য প্রযুক্তি সংস্থাগুলিও হাজার হাজার কর্মী ছাঁটাই  করছে বলে জানানো হয় প্রতিবেদনে।


সূত্র: রয়টার্স


বিবার্তা/মাসুদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com