গুগল ক্রোম ব্রাউজারে এক্সটেনশন যুক্ত করবেন বা বাদ দিবেন যেভাবে
প্রকাশ : ০৩ মার্চ ২০২৩, ০৯:১৯
গুগল ক্রোম ব্রাউজারে এক্সটেনশন যুক্ত করবেন বা বাদ দিবেন যেভাবে
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্রোম ব্রাউজারে বাড়তি সুবিধা পেতে অনেকেই এক বা একাধিক এক্সটেনশন ব্যবহার করেন। এক্সটেনশন মূলত এইচটিএমএল, সিএসএস ও জাভা স্ক্রিপ্ট ভাষায় লেখা ছোট প্রোগ্রাম।


ব্রাউজারে বিভিন্ন সুবিধা দিতে তৃতীয় পক্ষের বিভিন্ন প্রতিষ্ঠান এসব এক্সটেনশন তৈরি করে থাকে। এসব এক্সটেনশন ক্রোম ব্রাউজারে সহজে যুক্ত করার পাশাপাশি মুছেও ফেলা যায়।


** নতুন এক্সটেনশন যুক্ত করার জন্য ক্রোম ব্রাউজারে প্রবেশ করে ডানদিকে ওপরে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করতে হবে।


** এরপর মোর টুলস অপশনে ক্লিক করে এক্সটেনশন নির্বাচন করলেই এক্সটেনশনের পেজ চালু হবে।


** পেজটির সার্চ বারে নির্দিষ্ট এক্সটেনশনের নাম লিখে খুঁজলেই সেটি দেখা যাবে।


** এবার অ্যাড টু ক্রোম অপশনে ক্লিক করলে এক্সটেনশনটি ক্রোম ব্রাউজারে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে।


অনেক সময় বিভিন্ন কাজের প্রলোভনে ভুয়া ব্রাউজার এক্সটেনশন তৈরি করে ব্যবহারকারীদের সার্চ ইতিহাসসহ বিভিন্ন তথ্য চুরি করে হ্যাকাররা। আর তাই এক্সটেনশন বাদ দেওয়ার সুযোগও রয়েছে ক্রোম ব্রাউজারে।


** অপ্রয়োজনীয় বা সন্দেহজনক এক্সটেনশন মুছে ফেলার জন্য ওপরে উল্লেখিত পদ্ধতিতে এক্সটেনশনের পেজে প্রবেশ করতে হবে।


** পেজটিতে ব্রাউজারে যুক্ত থাকা সব এক্সটেনশন দেখা যাবে।


** এবার নির্দিষ্ট এক্সটেনশনের নিচে থাকা রিমুভ বাটনে ক্লিক করলেই সেটি ক্রোম ব্রাউজার থেকে মুছে যাবে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com