শিরোনাম
কাবাঘরের ভেতরে...
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৩
কাবাঘরের ভেতরে...
ফেরদৌস চৌধুরী মিঠু, মক্কা থেকে
প্রিন্ট অ-অ+

প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখ-লাখ মুসলিম পবিত্র হজ ও উমরাহ করতে পবিত্র মক্কা নগরীতে যান। হজ ও উমরাহর অংশ হিসেবে তাদেরকে পবিত্র কাবাঘর তাওয়াফ (প্রদক্ষিণ) করতে হয়। তাঁরা কাবা শরীফ তাওয়াফ করেন বটে, কিন্তু এর ভেতরে ঢোকার সুযোগ পান না। কারণ, পবিত্রতম এ গৃহটি বছরে মাত্র দু'বার খোলা হয়; ঝাড়মোছের জন্য। এ সময় নেয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। ফলে তখনও সাধারণ মানুষের পক্ষে দেখার সুযোগ হয় না, আল্লাহর ঘর কাবা-র ভেতরটা দেখতে কেমন।


কৌতূহলী মানুষদের জন্য নিচে কিছু তথ্য দেয়া গেল :


১. কাবা ঘরের ভেতরে কোনো ইলেকট্রিক লাইট নাই।


২. এ ঘরের মেঝে ও দেয়াল মার্বেল পাথর দিয়ে নির্মিত।


৩. এ ঘরের কোনো জানালা নাই।


৪. কাবা ঘরের একটিমাত্র দরজা।


৫. কাবা ঘরের ছাদে ১২৭ সে.মি লম্বা ও ১০৪ সে.মি. প্রস্থের একটি ভেন্টিলেটার আছে যেটি দিয়ে সূর্যের আলো ভেতরে প্রবেশ করে। এটি একটি কাচ দিয়ে ঢাকা থাকে। যখন কাবা ঘরের ভেতরটা ঝাড়মোছ করা হয় তখন এই কাচটি খোলা হয়।


৬. কাবা শরীফের দুটি সিলিং রয়েছে।


৭. এর ভেতরের দেয়ালগু্লো সবুজ ভেলভেটের পর্দা দিয়ে আবৃত। এই পর্দাগুলো তিন বছর পর পর পরিবর্তন করা হয়।


৮. এর সিলিংকে তিনটি কাঠের পিলার ধরে রেখেছে। প্রতিটি পিলারের ব্যাস ৪৪ সে.মি.।


৯. পবিত্র কাবা শরীফ পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্যে এর দরজা বছরে দু'বার খোলা হয়। রমজানের ১৫ দিন আগে এবং হযের ১৫ দিন আগে।


১০. জমজম কুপের পানি ও গোলাপজল দিয়ে কাবা শরীফের ভেতরটা পরিষ্কার করা হয়। পরিষ্কার করার পর মেঝে ও দেয়াল সাদা কাপড় ও টিসু দিয়ে মোছা হয়।


১১. এরপর দেয়ালগুলো পারফিউম দিয়ে সুগন্ধযুক্ত করা হয়।


১২. কাবা শরীফের কালো কাপড়ের আবরণটি (কিসওয়া) প্রতি বছর ৯ই জিলহজ্জ পরিবর্তন করা হয়।


১৩. কাবা শরীফের দরজার চাবি বনী সায়বা নামক এক গোত্রের কাছে থাকে। মহানবী মুহাম্মদ (সাঃ) এই গোত্রের কাছে চাবিটি দিয়ে যান, যা কিয়ামতের আগ পর্যন্ত তাদের কাছেই থাকবে। তারা কাবা শরীফ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। বিভিন্ন মুসলিম দেশের প্রেসিডেন্ট, মন্ত্রী, কুটনীতিক ও গন্যমান্য ব্যক্তিদের অভ্যর্থনা জানান। মক্কা শহরের গভর্নর তাদের কাবা শরীফের ভিতরে নিয়ে যান।


বিবার্তা/হুমায়ুন/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com