
দেশবরেণ্য বামপন্থী রাজনীতিবিদ ও বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক কমরেড বদরুদ্দিন উমরের মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ মাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় দলের সভাপতি কমরেড ডা. এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান শোক জানান।
নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ী ও দলের শোকাহত কমরেডদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, আজীবন বিপ্লবী নির্মোহ নির্লোভ নিরহংকার এই বুদ্ধিজীবীকে হারিয়ে দেশ ও জাতির যে অপূরণীয় ক্ষতি হলো তা কোন দিন পুরন হবে না। তিনি তার সৃষ্টি কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবেন, স্মরণীয় হয়ে থাকবেন। বিদায় লাল সালাম কমরেড বদরুদ্দিন উমর!
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]