নির্বাচন হবেই, দায়িত্ব কে পাবে সেটা পরের কথা: মির্জা ফখরুল
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১৭:১৪
নির্বাচন হবেই, দায়িত্ব কে পাবে সেটা পরের কথা: মির্জা ফখরুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গতকাল বলেছি আজও বলছি, নির্বাচন হবেই। নির্বাচনে কে দায়িত্ব পাবে বা পাবে না, সেটা পরের কথা।’


২০ জুলাই, রোববার রাজধানীর শেরেবাংলা নগরে এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।


এর আগে শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, 'নির্বাচন দেরিতে হওয়ায় দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। এ অবস্থায় দায়িত্ব নিতে হবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে।'


রোববার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে ‘গণঅভ্যুত্থান-২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা: সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক কর্মসূচির আয়োজন করে কৃষকদল ও ‘আমরা বিএনপি পরিবার’। এ সময় প্রত্যক শহীদের নামে সেখানে একটি করে নিম গাছ লাগানো হয়।


বিএনপি মহাসচিব বলেন, হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারদের পুনর্বাসন করা। যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসা দিয়ে পুনর্বাসন করা। এটা না হলে ভবিষ্যতে জাতি আমাদের ক্ষমা করবে না।


জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারগুলোর জন্য ফান্ড তৈরি করবে বিএনপি উল্লেখ করে ফখরুল বলেন, আজকেই আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলব, দলের পক্ষ থেকে একটা ফান্ড করব। যাতে আহত ও শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করা যায়। ইতোমধ্যে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com