
গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় রোববার (২০ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘সর্বাত্মক’ হরতাল ডেকেছে আওয়ামী লীগের চার সংগঠন; যেগুলোসহ ক্ষমতাচ্যুত দলটির কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ করেছে সরকার।
যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ শনিবার (১৯ জুলাই) এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির ডাক দেয়।
আওয়ামী লীগ ও সংগঠনগুলোর নিজেদের ফেইসবুক পেইজে বিবৃতিটি প্রকাশের পাশাপাশি সংবাদমাধ্যমেও তা পাঠানো হয়।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সমাবেশ কর্মসূচি ঘিরে বুধবার গোপালগঞ্জে শহরে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর এসেছে।
এনসিপির অভিযোগ, জয়বাংলা স্লোগান দিয়ে তাদের সমাবেশ মঞ্চ ও গাড়িবহরে হামলা চালিয়েছে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন।
আওয়ামী লীগের চার সংগঠনের অভিযোগ, গোপালগঞ্জে ‘নির্বিচারে’ গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘অবৈধ’ দাবি করে সংগঠনগুলো ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার বিরোধিতাও করেছে।
এছাড়া অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করে এ হরতাল কর্মসূচি দেওয়ার কথা বলেছে সংগঠনগুলো।
যৌথ বিবৃতিতে আওয়ামী লীগের এই সংগঠনগুলোর অভিযোগ করেছে, অন্তর্বর্তী সরকার ‘জবরদখল করে সন্ত্রাস-সহিংসতা-ষড়যন্ত্রের’ মাধ্যমে, জনগণের প্রতিনিধিত্ব ছাড়া ক্ষমতায় বসেছে।
সরকারকে ‘সংবিধান লঙ্ঘনকারী ও ‘খুনি-ফ্যাসিস্ট’ আখ্যায়িত করে সংগঠনগুলো বলেছে, ‘আসন্ন মার্চ টু যমুনা’ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতির অংশ হিসেবে তারা এই হরতাল ডেকেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতির পাশাপাশি মাঝে মাঝে নেতাকর্মীদের ঝটিকা মিছিল চলার মধ্যে চলতি বছরের ১২ মে আওয়ামী লীগ, তার সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]