‘প্রচলিত আইনে গণহত্যা, বিডিআর ও ছাত্রজনতা হত্যার বিচার হবে’
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১৮:০৯
‘প্রচলিত আইনে গণহত্যা, বিডিআর ও ছাত্রজনতা হত্যার বিচার হবে’
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গণহত্যা, বিডিআর ও ছাত্রজনতা হত্যার আসামিদের বিচার দেশের প্রচলিত আইনে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।


মঙ্গলবার দুপুরে শহরের দিশা টাওয়ার মিলনায়তনে কুষ্টিয়ায় জেলা বিএনপিসহ সকল ইউনিটের কাউন্সিল নির্ধারিত সময়ে সম্পন্ন করতে মতবিনিময় সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


আমান উল্লাহ আমান বলেন, দেশের প্রচলিত আইনে কোর্ট যখন ডাকবে। সে সময় ভারতে সাথে বাংলাদেশের যে বন্দী চুক্তি রয়েছে সে অনুযায়ী আসামিদের দেশে এনে বিচার করবে।


তিনি বলেন, বাংলাদেশের জাতীয় পতাকা ছিড়ে ফেলেছে, পুড়িয়ে দিয়েছে। যার কারণে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার কারণে যে বিভেদ সৃষ্টি হয়েছে তা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জনগণ মোকাবেলা করবে।


কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় বিএনপি’র ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।


সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব জাকির হোসেন সরকার, সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, অধ্যাপক শহিদুল ইসলাম ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লাসহ বিএনপি দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুষ্টিয়া জেলা শাখা মতবিনিময় সভার আয়োজন করে।


বিবার্তা/শরীফুল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com