'গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই দেশি-বিদেশি চক্রান্ত মোকাবিলা করা সম্ভব'
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১৪:১৯
'গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই দেশি-বিদেশি চক্রান্ত মোকাবিলা করা সম্ভব'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই দেশি-বিদেশি চক্রান্ত মোকাবিলা করা সম্ভব বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।


মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।


বিএনপি সবার সঙ্গেই বন্ধুত্ব চায় উল্লেখ করে এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কোনো দল বা ব্যক্তি নয়। আশাকরি, বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতিবেশী দেশ বন্ধুত্ব স্থাপন করবে।


ভারতকে ইঙ্গিত করে তিনি বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারও মুন্সিয়ানা চলবে না। তাদের ও আমাদের সম্পর্ক হবে সমমর্যাদার, যা দুই দেশের জন্যই কল্যাণকর।


তিনি আরও বলেন, এক ব্যক্তি চলে গেলেই সমস্যার সমাধান হয়ে যায় না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই দেশি-বিদেশি চক্রান্ত মোকাবিলা করা সম্ভব হবে।


এসময় তার সঙ্গে সাবেক যুবদল নেতা ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com