জনবান্ধব সরকার প্রতিষ্ঠিত হোক, এটাই মানুষের প্রত্যাশা : টুকু
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৪
জনবান্ধব সরকার প্রতিষ্ঠিত হোক, এটাই মানুষের প্রত্যাশা : টুকু
টাঙ্গাইলের ভূঞাপুরে শহীদ জিয়া মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান প্রসঙ্গে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের মানুষের বিরুদ্ধে ভারতে বসে পতিত সরকার অপপ্রচার চালাচ্ছেন। আমি মনে করি, কোনভাবেই একটি দেশের পতিত স্বৈরাচার সরকারকে ভারত আশ্রয় দিয়ে সঠিক কাজ করে নাই। এদেশের জনগণের হৃদয়ে আঘাত লেগেছে। এ নিয়ে বিএনপির তিন সংগঠন যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবী দল ভারতের হাইকমিশনারে একটি স্মারকলিপি প্রদান করেছেন।


সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষের একটি প্রত্যাশা, এই দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং জনবান্ধব সরকার প্রতিষ্ঠিত হোক, এটাই কিন্তু মানুষের প্রত্যাশা। এই প্রত্যাশাতেই মানুষ কিন্তু চায় দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন হোক, নির্বাচিত সরকার চায়। নির্বাচিত সরকার বুঝে জনগণের চাহিদা কি এবং সেই অনুযায়ীই তারা প্রদক্ষেপ নিয়ে থাকে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৯ বছর আন্দোলন করে বাংলাদেশে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। আজকের যে সংসদীয় গণতন্ত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ফসল।


৯ ডিসেম্বর, সোমবার বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুরে শহীদ জিয়া মহিলা কলেজের উদ্যোগে কলেজ মাঠে আয়োজিত নতুন ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, দেশ নায়ক তারেক রহমান। তিনি কিন্তু দীর্ঘদিন ধরে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবৃদ্ধভাবে এই ফ্যাসিবাদ বিদায় করেছে, স্বৈরাচার বিদায় করেছে। খুনিরা পালিয়ে গেছে, এখন বাংলাদেশের চায় যা দ্রুত সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় এ দেশের জনগণ। গণতন্ত্রের তখনি পুরোপুরি বিজয় অর্জন হবে, যখন এ দেশে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্যে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, সকলের প্রত্যাশা এটি।


নবীন বরণ অনুষ্ঠানে শহীদ জিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাদত বিপলুর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি ও কলেজের বিদ্যোৎসাহী সদস্য ডা. ফরিদ উজ-জামান খান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান শফিক, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর শাখা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/ইমরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com