নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সারজিস আলম
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ২০:১৭
নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সারজিস আলম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলমকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে।


সোমবার (৯ ডিসেম্বর) নাগরিক কমিটির মুখপাত্র নাসির উদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


এতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সারজিস আলম কেন্দ্রীয় ‘মুখ্য সংগঠক’ পদে মনোনীত হলো। বর্ধিত সাংগঠনিক কাঠামোর আহ্বায়ক করা হয় নাসীরুদ্দীন পাটওয়ারীকে। সদস্য সচিব আখতার হোসেন ও মুখপাত্র সামান্তা শারমিন।


এদিকে নাসিরুদ্দীন ও আখতারের অনুমোদন করা বিজ্ঞপ্তিটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন সারজিস আলম। তিনি লিখেছেন, জাতীয় নাগরিক কমিটিতে নতুন দায়িত্ব পেয়েছি। দেশ ও দেশের মানুষকে সামনে রেখে নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।


ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেশার গ্রুপ হিসেবে গত ৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে ‘জাতীয় নাগরিক কমিটি’। আত্মপ্রকাশের পর দফায় দফায় সংগঠনটির সদস্য বাড়ানো হয়েছে। সবশেষ গত ২৫ নভেম্বর রাতে সারজিস আলমসহ আরও ৪৫ জনকে যুক্ত করা হয়। সেখানে সারজিস আলমকে কেন্দ্রীয় সদস্য হিসেবে রাখা হয়েছিল। এবার তাকে বিশেষ পদ সৃষ্টি করে সেখানে মনোনয়ন দিলো সংগঠনটি।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com