
রিমান্ড শেষে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও ভোলার সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবের জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তায় আসামিদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে নেয়া হয়।
এর আগে গত ১৮ নভেম্বর কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশের বিশেষায়িত ইউনিট ডিবির প্রতিনিধিদল। পরদিন আদালতে তোলা হলে বাদী পক্ষের আইনজীবী ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রিমান্ড শেষে আজ শুনানির জন্য তাকে আদালতে আনা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুব তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে ৩ দিনের রিমান্ড শেষে সাবেক এমপি জ্যাকবেও জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]