ক্ষমা না চেয়ে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে আ. লীগ: এ্যানী
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ২১:০১
ক্ষমা না চেয়ে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে আ. লীগ: এ্যানী
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষদের হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। এখনো দেশ ও বাইরে বসে নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গণহত্যার জন্য বাংলার মাটিতে তাদের বিচার হবেই।


২৪ নভেম্বর, রবিবার জেলা স্টেডিয়াম আউটডোর মাঠে জেলা ফুটবল ফেডারেশনের উদ্যোগে মাসব্যাপী দেশীয় শিল্প ও পণ্য মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও জেলা শাখার সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীর সভাপতিত্বে সংগঠনের সহ-সভাপতি এডভোকেট মহসিন কবির মুরাদ ও সাধারন সম্পাদক মো. সোহেল আদনান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।


এ সময় এ্যানী আরও বলেন, ১৭বছর ধরে গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য বিএনপি সংগ্রাম করে যাচ্ছে। এখনো এই লড়াই অব্যাহত রয়েছে। দেশে গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ। তারা দেশের শত্রু, জনশত্রুতে পরিণত হয়েছে। আর এই হারিয়ে যাওয়া গণতন্ত্র ফ্যাসিস্ট হাসিনা সরকারের হাত থেকে উদ্ধারে প্রাণ দিয়েছে এদেশের ছাত্র-জনতা।


তিনি বলেন, গত ১৭ বছর মেলার নামে সারাদেশে জুয়া ও মদের আসর বসানো হতো। কিন্তু খেলাধুলার মাধ্যমে মাদক বা অসামাজিক কার্যকলাপ থেকে নতুন প্রজম্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই খেলাধুলার প্রতি মনোনিবেশ করতে হবে। পাশাপাশি এই মেলার মাধ্যমে দেশীয় শিল্প সম্পর্কে জানতে পারবে নতুন প্রজন্ম।


তিনি আরো বলেন, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল টার্গেট। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা ও আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করতে হবে। দেশে বর্তমানে যে অর্ন্তবর্তী সরকার রয়েছে, তাদের সার্বিক সহযোগিতা করছে বিএনপি।


এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন, জেলা ফুটবল ফেডারেশেনের সাবেক সভাপতি আবদুর রব শামীম।


এর আগে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মাসব্যাপী মেলার উদ্বোধন করেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com