
জনগণের কাছে দায়বদ্ধ এমন একটি সরকার আমরা অবিলম্বে দেখতে চাই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ছাত্রসমাজ যদি রাজনীতি করতে চায় তারা দল গঠন করে নির্বাচনে আসুক। রাজনীতির মাঠ খোলা আছে। এখন মুক্ত পরিবেশে দল গঠন করে জনগণের দ্বারপ্রান্তে এসে নির্বাচন করতে পারে তারা।
রোববার (২৪ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডি আর ইউ) আয়োজিত এক স্মরণ সভায় যোগদিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, যতদিন পর্যন্ত দেশে নির্বাচিত সরকার না আসবে ততদিন সরকার দুর্বলই থাকবে। প্রতিদিন নানা ধরনের আবদারের মোকাবিলা তাদেরকে করতে হবে এবং এই সমস্যার সমাধান করার শক্তি তাদের নেই।
মেজর হাফিজ আরও বলেন, রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে বিএনপি মনে করে আগামী ছয় মাসের মধ্যে একটি নির্বাচন দেয়া সম্ভব।
রাজনীতির মাঠ খোলা আছে জানিয়ে মেজর হাফিজ বলেন, ছাত্রসমাজ যদি রাজনীতি করতে চায় তারা দল গঠন করে নির্বাচনে আসুক। এখন মুক্ত পরিবেশে দল গঠন করে জনগণের দ্বারপ্রান্তে এসে নির্বাচন করতে পারে তারা। জনগণ যাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে আমরা মাথা পেতে তা মেনে নেবো।
তিনি আরও বলেন, আমরা সংস্কারের কথা শুনছি, ভালো, সংস্কার করতে কোন দোষ নেই তবে সংস্কার হলো একটা চলমান প্রক্রিয়া। যতদিন বাংলাদেশ থাকবে সংস্কার তো চলতেই থাকবে জনগণ কি ততদিন বসে থাকবে? ১৭ বছর ধরে বিএনপি সংগ্রাম করে এসেছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য।
গণতন্ত্রের একটি মূল কথা হলো জনগণের ভোটাধিকার। এই ভোট দিতে না পারার কারণে এতদিন যুদ্ধ করতে হয়েছে। আমরা আশা করব বর্তমান সরকার উপলব্ধি করবেন। ডক্টর ইউনুস বাংলাদেশের গর্ব, দেশের কৃতি সন্তান সারা বিশ্ব তাকে চেনে। আমরা আশা করব যৌক্তিক সময়ে তারা নির্বাচন দেবেন। কিন্তু যৌক্তিক সময় পাঁচ বছর কিংবা চার বছর হতে পারে না। দেশে জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য অনেক তরুণ জীবন দিয়েছে কত মানুষ গুম হয়েছে, শহীদ হয়েছে সুতরাং আজকের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন ধরনের দীর্ঘসূত্রতা আমরা দেখতে চাই না।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]