
ছাত্র আন্দোলনে বকুল মিয়া নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।
এর আগে, আসামিকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
আবেদনে বলা হয়, আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই প্রক্রিয়াধীন। প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনার দিন ১৭ জুলাই আসামি আতিকুল ইসলামের নির্দেশে তার অধীনস্থ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলদের নেতৃত্বে অন্যান্য আসামিরা পরস্পর যোগসাজসে ছাত্র আন্দোলনে এলোপাতাড়ি গুলি চালিয়েছে। মামলার তদন্ত চলমান। এ অবস্থায় আসামিকে জামিন না দিয়ে কারাগারে আটক রাখার আবেদন করছি। আদালত তা মঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেনর
গত ১৬ অক্টোবর রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিককে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। গত ১৩ নভেম্বর এ মামলায় আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]