'খালেদা জিয়াকে ১২ বছর সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল'
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ২১:৪৬
'খালেদা জিয়াকে ১২ বছর সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া তার জীবনের বড় সময়টা দিয়েছেন গণতন্ত্রের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য। তবু ১২ বছর পরিকল্পিতভাবে তাকে দেশের সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে।


বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জের অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, আজকে সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূস যে সম্মান ম্যাডামকে দেখিয়েছেন তাতে আমরা যেমন কৃতজ্ঞ, তেমনই গোটা জাতি আনন্দিত হয়েছে।


প্রসঙ্গত, ২০১০ সালের ১৩ নভেম্বর খালেদা জিয়াকে তার পরিবারসহ ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। আজ সেই সেনানিবাসের সেনাকুঞ্জে যান তিনি।


এদিকে, ২০১৮ সালের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলেন। এর আগে তিনি ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন। এছাড়া ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com