
কোনো হঠকারী সিদ্ধান্ত শান্তি বয়ে আনে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, বিএনপিও চায়।
সোমবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জিয়াউর রহমান সব নিষিদ্ধ রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। আওয়ামী লীগকেও রাজনীতি করার সুযোগ দেন। কোনো হঠকারী সিদ্ধান্ত শান্তি বয়ে আনে না। বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, বিএনপিও চায়।
তিনি বলেন, বাহাত্তরের সংবিধান আওয়ামী লীগ লঙ্ঘন করেছে। তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। যুগে যুগে আওয়ামী লীগের মত সংবিধান লঙ্ঘনকারী দল আর নেই।
গয়েশ্বর আরও বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের মধ্য দিয়ে ক্ষমতায় নিরঙ্কুশ করার ফলাফল কখনও ভালো কিছু বয়ে আনে না।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]