
জাতীয় পার্টি কোনো অপকর্মে জড়িত ছিল না। তার দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
শুক্রবার (১ নভেম্বর ) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার রাতে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জিএম কাদের বলেন, গতকাল রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ছাত্র জনতার নামে কিছু মানুষ এসে হামলার চেষ্টা করে। কর্মীরা তাদের প্রতিহত করে। পরে রাজু ভাস্কর্য থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম করে অগ্নিসংযোগ করা হয়।
জিএম কাদের বলেন, সমাবেশ ও সংগঠন করা অধিকার সাংবিধানিক অধিকার। জাপা একটি নিবন্ধিত দল, আমরা সংগঠন করার অধিকার প্রাপ্ত, কিছু শর্ত রয়েছে, আমরা সমাবেশের অনুমতি চাইলে ডিএমপি কমিশনার অনুমতি দিয়েছে। জাপা কখনও সন্ত্রাস করে না, আমরা সবসময় শান্তির পক্ষে, আমরা কখনও টেন্ডারবাজি দখলবাজি করিনি।
তিনি বলেন, একটি গোষ্ঠী আমাদের আওয়ামী লীগের পক্ষের বলে প্রচার চালানোর চেষ্টা করছে। এ বক্তব্যের কোন জাস্টিফিকেশান নেই কারনে আমরা গুরুত্ব দেই নি। এখন বড়সড়োভাবে এ প্রপাগান্ডা চালানো হচ্ছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, শনিবারের সমাবেশে জাতীয় পার্টি যে বৈষম্যের শিকার হচ্ছে তা তুলে ধরার পরিকল্পনা রয়েছে। আলোচনার মাধ্যমে দেশ এগিয়ে যাক সেটাই জাতীয় পার্টির প্রত্যাশা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুঁইয়া, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, শেরিফা কাদের, আলমগীর শিকদার লোটন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]