
সারাদেশে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ফ্যাসিবাদবিরোধী গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী ২ নভেম্বর এ কর্মসূচির ডাক দিয়েছে তারা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচির ঘোষণা করা হয়।
এর আগে, ছাত্র-শ্রমিক-জনতার মিছিলে হামলার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়া হয়। খবর পেয়ে পৌনে ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এলেও বিক্ষুব্ধরা গাড়ি ফিরিয়ে দেয়। পরে আবার ফায়ার সার্ভিসের গাড়ি এসে সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আসেন। বর্তমানে সেখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এর আগে সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক অপতৎপরতা ও দেশবিরোধী চক্রান্তের’ প্রতিবাদে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতা’ ব্যানারে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা।
এ সময় জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তাদের রাজনীতি করার অধিকার নেই বলে জানান বক্তারা। তারা বলেন, রাজনৈতিক অতৎপরতা ও দেশবিরোধী চক্রান্ত এই দেশে হবে না।
এরপর তারা জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও করতে বিজয়নগরে যান। সেখানে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় ছাত্র-জনতার। এ সময় বেশ কয়েকজন আহত হন।
এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ বলেন, আমাদের মিছিলটি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাওয়ার সাথে সাথে আক্রমণ করা হয়। আমাদের প্রায় ২০ জন আহত হয়েছেন।
বর্তমানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক ছাত্র-শ্রমিক-জনতা অবস্থান নিয়েছেন।
আওয়ামী লীগের দোসর হিসেবে জিএম কাদের, চুন্নু, আনিসদের গ্রেপ্তার ও বিচার দাবি করছেন ছাত্র-জনতা। তারা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান দিচ্ছেন। এমনকি ভবিষ্যতে জাতীয় পার্টিকে রাজনীতি করতে দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
ছাত্র-জনতার পাশাপাশি জাতীয় পার্টি অফিসের সামনে বিপুল সংখ্যক সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]