সাবেক কৃষিমন্ত্রী শহীদ চার দিনের রিমান্ডে
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১৭:১৫
সাবেক কৃষিমন্ত্রী শহীদ চার দিনের রিমান্ডে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় বাস চালক আলমগীর হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ড. আবদুস শহীদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


৩০ অক্টোবর, বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমানের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।


এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক আব্দুল হালিম ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।


এ সময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।


অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। এর আগে মঙ্গলবার আবদুস শহীদের উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট রাইদা বাসের চালক আলমগীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। পরে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। পরদিন ৬ আগস্ট তাকে নোয়াখালী নিজ বাড়িতে দাফন করা হয়। এ ঘটনায় গত ৬ অক্টোবর নিহতের বাবা বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৮৮ জনকে আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন।


এ মামলার আব্দুস শহীদ ২৪৬ নং এজাহারনামীয় আসামি।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com