
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি, তারেক জিয়া, শহীদ জিয়া ও খালেদা জিয়াকে যারা ভালোবাসে আগামীতে তাদেরই দিন আসছে। সেজন্য ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। এই ঐক্যই আমাদের সাফল্যের দিকে নিয়ে যাবে। তিনি আরো বলেন, জনগণকে ভোট দেওয়ার সুযোগ যদি দেওয়া হয় তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।
৩০ অক্টোবর, বুধবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ, ভারতসহ কিছু চোর-ডাকাত বিএনপিকে দেখতে পারে না। এজন্য তারা ইলেকশনকে ঠেকিয়ে রাখতে চাই। যাতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে। তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারে।
বিএনপির এই নেতা বলেন, অনতিবিলম্বে একটি নির্বাচন দিতে হবে। তার মানে এই নয় যে আগামীকাল নির্বাচন দিতে হবে। আমরা রোডম্যাপের দাবি করেছি। কখন নির্বাচন দেবেন সময়টাতো আমাদের জানতে হবে। সে সময়টা আমাদের বলেন। দেশের জনগণ ভোট দেওয়ার আশায় বসে আছে। জনগণ ভোটের অধিকার থেকে ২০ বছর ধরে বঞ্চিত। জনগণের ঠিক করবে কে তাদের প্রতিনিধি হবে। সেই প্রতিনিধির মাধ্যমে আমরা আবার দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাই।
তিনি বলেন, আমার বিশ্বাস, আল্লাহ তায়ালা বিএনপি ও তারেক রহমানকে মেনে নিয়েছেন। তা না হলে এত বড় পরিবর্তন হতো না। আল্লাহর ইশারায় এত বড় পরিবর্তন হয়েছে।
তিনি আরো বলেন, পাচারের টাকাগুলো দেশে ফেরত আনতে হবে। সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে, আমরা এটিকে সমর্থন জানিয়েছি। কিন্তু উদ্যোগ আর সমর্থন বড় কথা নয়। জনগণের মেহনতের এই টাকা সুনির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত আনতে হবে।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]