
সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের ছয়বারের সাবেক সংসদ সদস্য মো. আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৯ অক্টোবর, মঙ্গলবার রাতে ঢাকার উত্তরায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান।
রাত ১টার দিকে ওসি বলেন, "আমরা এখনও তার বাসায় রয়েছি। তাকে গ্রেপ্তারের পর বাসায় তল্লাশি করা হচ্ছে। কোনও আলামত পাওয়া গেলে জব্দ করা হবে।"
আব্দুস শহীদ একাধিক মামলার আসামি, তবে সুনির্দিষ্ট কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বলেননি ওসি।
মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ মুক্তিযুদ্ধের সংগঠক ও রাজনীতিবিদ। শেখ হাসিনার সবশেষ মন্ত্রিসভায় কৃষিমন্ত্রীর দায়িত্ব পান ছয়বারের সাবেক এই সংসদ সদস্য ও সাবেক হুইপ।
আব্দুস শহীদ ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে জয়ী হন। এরপর ২০০৮ সালের নবম থেকে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চারবার মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এর আগে আব্দুস শহীদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]