সংস্কারের আগে নির্বাচন নয়: গণফোরামের সভাপতি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ১৭:১৭
সংস্কারের আগে নির্বাচন নয়: গণফোরামের সভাপতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সংস্কারের আগে নির্বাচন নয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে এমন প্রত্যাশার কথা বলেছে গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মহসিন মন্টু।


১৯ অক্টোবর, শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সংলাপ শেষে বেরিয়ে তিনি একথা জানান।


মোস্তফা মহসিন বলেন, ‘আমরা সুনির্দিষ্ট কোনো সময় বলিনি। বলেছি অতি দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের কথা। তবে নির্বাচনের আগে সংস্কার করতেই হবে। সংস্কারের আগে নির্বাচন নয়। কারণ ক্ষমতায় গেলে আমরা রাবণ হয়ে যাই।’


এছাড়া আরও কিছু দাবি প্রধান উপদেষ্টার কাছে পেশ করো হয়েছে জানিয়েছেন মন্টু।


সেই দাবিগুলো সম্পর্কে তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙতে হবে। পাচার হওয়া অর্থ ফেরাতে হবে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য ভালো লোককে দিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে।


উল্লেখ্য, শনিবার বিকাল সাড়ে ৩টায় কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। দলের অন্য সদস্যরা হলেন- এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ও প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম তালুকদার।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com