
ছাত্র জনতার আন্দোলনে পৃথক হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফারুক খানকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
১৫ অক্টোবর, মঙ্গলবার দুই জনকে পৃথক আদালতে রিমান্ড আবেদন করেন সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তা। পরে আদালত উভয়কে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ২ দিন রিমান্ড দেন ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মাহাবুবুল হক। এর আগে গতকাল সোমবার রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে আটক করা হয়। এরপর এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
অন্যদিকে মকবুল নামের এক বিএনপিকর্মীর মৃত্যুর ঘটনায় পল্টন থানায় করা মামলায় সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খানকে ২ দিনের রিমান্ড দেন ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মো. ছানাউল্লাহ। গত সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]