রাজবাড়ীর ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১০:৩৮
রাজবাড়ীর ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে আধিপত‌্য বিস্তারের জেরে গোয়ালন্দ উপ‌জেলায় এক যুবককে কুপিয়ে হত্যা ক‌রে‌ছে দুবৃর্ত্তরা।


১২ অক্টোবর, শ‌নিবার রাত ১১টার দিকে উপ‌জেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় এ ঘটনা ঘটে ব‌লে জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব।


নিহত ২৬ বছরের ফারুক সরদার দৌলতদিয়া ইউ‌নিয়‌নের সোহরাব মণ্ডল পাড়ার পল্লী চিকিৎসক শহিদ ডাক্তারের ছেলে।


ফারুকের ভাই মনিরুজ্জামান অভিযোগ করে বলেন, দুর্গাপূজা উপলক্ষে দৌলতদিয়া রেলস্টেশনের পাশে মেলা বসে। ওই মেলায় জুয়ার আসর বসান স্থানীয় রিপন ও তার সহযোগীরা। মেলার বিভিন্ন দোকান থেকে প্রতিদিন চাঁদা তুলছিলেন তারা। শুরু থেকেই জুয়ার আসর বসানো ও চাঁদাবাজির প্রতিবাদ করে আসছিল ফারুক। শনিবার রাত ৯টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীতে রিপনের মুদি দোকানে গিয়ে আবারও চাঁদাবাজি ও জুয়ার আসর বন্ধ করতে বলে ফারুক। এ সময় রিপন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে ফারুকের মাথা, পিঠ, দুই পা ও বাম হাতে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ জানান, ফারুক সরদার ছাত্রদলের কর্মী ছিলেন। রাতে দৌলতদিয়া যৌনপল্লী এলাকাতে প্রতিপক্ষের কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুবৃর্ত্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম ক‌রে পা‌লি‌য়ে যায়।


স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব বলেন, ‘ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য চাঁদা তোলাকে কেন্দ্র করে দুপক্ষের আধিপত্য বিস্তারের প্রচেষ্টা থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত রিপনসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।’


বিবার্তা/মিঠুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com