হত্যার দু'দিন পার, গ্রেফতার হয়নি ইউপি চেয়ারম্যান হত্যাকাণ্ডে জড়িতরা!
দৌলতপুরে নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত ইউপি চেয়ারম্যান সেন্টু’র দাফন সম্পন্ন : মামলার প্রস্ততি চলছে
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১৬:৩৪
হত্যার দু'দিন পার, গ্রেফতার হয়নি ইউপি চেয়ারম্যান হত্যাকাণ্ডে জড়িতরা!
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুর দাফন সম্পন্ন হয়েছে।


১ অক্টোবর, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফিলিপনগর হাইস্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।


এর আগে, সোমবার রাতে নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে নিজ বাড়িতে নেওয়া হয়।


এদিকে হত্যকাণ্ডের দু’দিন পার হলেও ঘটনার সাথে জড়িত কোন সন্ত্রাসীকে আটক বা গ্রেফতার করতে পারেনি বলে দৌলতপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। এসময় তিনি বলেন নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান আরো জানান, নিহত ইউপি চেয়ারম্যানের শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে তাকে শর্ট গানের গুলি দিয়ে হত্যা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।


সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে সামান্য দূরে অবস্থিত ফিলিপনগর ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ করছিলেন চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু। এ সময় চেয়ারম্যানের কার্যালয়ের পেছনের খোলা জানালা দিয়ে কয়েক রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা। পরে কার্যালয়ের প্রেেবশদ্বার দিয়ে ঢুকে কাছ থেকে আরো ২রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা। পরে তারা মোটরসাইকেল যোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


উল্লেখ্য, সন্ত্রাসীদের গুলিতে নিহত নঈম উদ্দিন সেন্টু (৬৫) ফিলিপনগর গ্রামের মৃত মতলেব সরকারের ছেলে। তিনি দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। ২০২১ সালের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীকে নির্বাচিত হন। নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের তৎকালী এমপি এ্যাড. সরওয়ার জাহান বাদশাহর প্রত্যক্ষ সমর্থন থাকায় তিনি জয়লাভ করে। এরপর থেকে তিনি বিএনপির রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেন এবং নিষ্ক্রিয় হয়ে পড়েন।


এদিকে সন্ত্রাসীদের গুলিতে ইউপি চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু নিহত হওয়ার ঘটনায় দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি এড. সরওয়ার জাহান বাদশাহর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে হত্যাশকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একইসাথে তিনি হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। বিবৃতিতে তিনি নিহত ইউপি চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু আওয়ামী লীগ নেতা বলে উল্লেখ করেছেন।


বিবার্তা/শরীফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com