১০ দিনের রিমান্ড শেষে কারাগারে আ স ম ফিরোজ
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৭
১০ দিনের রিমান্ড শেষে কারাগারে আ স ম ফিরোজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দুই দফায় ১০ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও টানা আটবারের সংসদ সদস্য আ স ম ফিরোজকে।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সোহাগ মিয়া নামে এক কিশোর নিহতের ঘটনায় রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত চলছে তার বিরুদ্ধে।


সোমবার (৯ সেপ্টেম্বর) রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় আ স ম ফিরোজকে। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মাসুদুর রহমান। অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব জামিন আবেদন নামঞ্জুর করে সাবেক এ সংসদ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


গত ২৩ আগস্ট রাতে রাজধানীর বনানী এলাকা থেকে আ স ম ফিরোজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। টানা আটবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এ আওয়ামী লীগ নেতা।


সবশেষ চলতি বছরের ৭ জানুয়ারির নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে জয়ী হন তিনি।


একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে এক নম্বর প্যানেল স্পিকার হিসেবে স্পিকারের আসনে বসে সংসদ পরিচালনাও করেছিলেন আ স ম ফিরোজ।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com