বিএনপিতে দখলবাজ-চাঁদাবাজদের ঠাঁই হবে না: আমীর খসরু
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৬
বিএনপিতে দখলবাজ-চাঁদাবাজদের ঠাঁই হবে না: আমীর খসরু
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজনীতিতে স্বচ্ছতা গুরুত্বপূর্ণ মন্তব্য করে বিএনপিতে দখলবাজ, চাঁদাবাজ ও দুর্নীতবাজদের কোন ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।


৭ সেপ্টেম্বর, শনিবার বিকেলে খাগড়াছড়ি শাপলা চত্বর মুক্ত মঞ্চে বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি সম্প্রীতির নতুন বাংলাদেশ গঠনে সকলকে এক হয়ে কাজ করার অনুরোধ জানান।


তিনি বলেন, এখন আমরা সবাই মুক্ত দেশে বসবাস করি। কেউ আর বাড়িতে কলিংবেল বাজায় না। বিগত আওয়ামী লীগের সরকারের সময়ে কেউ মুক্ত বাতাসে স্বাধীনভাবে চলাচল করতে পারেনি। এদেশকে শান্তিপূর্ণ রাজনৈতিক দল গঠনে সকলের সহায়তা চান তিনি।


বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।


সভাপতির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন হবে। বিএনপির একের পর এক কর্মসূচি পালন করে বীজ বপণ করেছিলো। শেখ হাসিনার সরকারের করুণ পরিণতির মধ্য দিয়ে বিদায় নিতে হয়েছে জানিয়ে তিনি বিগত সরকারের নানা অনিয়মের ফিরিস্তি তুলে ধরে রাষ্ট্র পরিচালনার জন্য জনগণকে শ্রদ্ধা করতে দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানান। পরে বন্যার্ত ৫ শতাধিক ক্ষতিগ্রস্তকে খাদ্যসামগ্রী তুলে দেন বিএনপি নেতারা।


সম্প্রীতি সমাবেশের শুরুতে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার স্বাগত বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জান্নাত বিথী, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, মোহাম্মদ হোসেন বাবু, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজসহ এতে মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, মৎসজীবি দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এতে অংশ নেন।


বিবার্তা/আল-মামুন/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com