তরুণদের মন না বুঝলে বিএনপিকেও খেসারত দিতে হবে: আমীর খসরু
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ১১:০৫
তরুণদের মন না বুঝলে বিএনপিকেও খেসারত দিতে হবে: আমীর খসরু
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের ৬৫ শতাংশ জনগণ বয়সে তরুণ, তাদের মন-মেজাজ না বুঝলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো বিএনপিকেও খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।


২৪ আগস্ট, শনিবার রাতে তিনি নোয়াখালীর সূবর্ণচরের চেউয়াখালী বাজারে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।


আমীর খসরু মাহমুদ বলেন, বাংলাদেশের ৬৫ শতাংশ নাগরিকের বয়স ৩৫ বছরের নিচে। তাদের মনোজগত বুঝতে হবে। যুবকের চিন্তা, আকাঙ্ক্ষা, চাহিদা বুঝতে হবে। বর্তমান সময়ে তরুণ-যুবকদের মনোজগতে বড় ধরনের পরিবর্তন হয়েছে। একটি সুষ্ঠু সামাজিক শান্তিপূর্ণ ন্যায়বিচারের বাংলাদেশ দেখতে চায় তারা। আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে।


অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ সরকার আমাদের আন্দোলনের ফসল। বিগত ১৬ বছর বিএনপির নেতাকর্মীদের গুম, খুন, মিথ্যা মামলা, চাকরি-ব্যবসা হারানো, পথে পথে ঘুরে বেড়ানো, পুলিশ হেফাজতে মৃত্যু, নিপীড়ন নির্যাতনের ফসল এটি। ১৬ বছর পর শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে জনতার এক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সেটার সুফল পেয়েছি।


সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এ বি এম জাকারিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।


এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com